স্বাধীনতার স্বরূপ

 জিকু চৌধুরী 
২৬ মার্চ ২০২২, ০২:০১ এএম  |  অনলাইন সংস্করণ

স্বাধীনতা মানে বাক্যের অধিকার
স্বাধীনভাবে বলতে পারা
আমি এখন স্বাধীন
আমার কণ্ঠ রুধিবার সাধ্য আছে কার।

স্বাধীনতা মানে বিনা দোষে আর
থাকব না কারা অন্তরীণ
ধুয়ে মুছে আজ মিটিয়ে দিয়েছি 
গোলামীর যত ঋণ।

স্বাধীনতা মানে গণতন্ত্র
জনতার নিয়ন্ত্রণে থাকবে রাষ্ট্রযন্ত্র।

স্বাধীনতা মানে জবাবদিহিতা
জনতার কাছে রাজার।

স্বাধীনতা মানে জনতায় রাজা
রাজারা হবে জনতার প্রজা।

স্বাধীনতা মানে বৈষম্যহীন
থাকবেনা কোনো উঁচু, নিচু, হীন।

স্বাধীনতা মানে মানবাধিকার
জনতা পাবে স্বাধিকার।

স্বাধীনতা আমার অধিকার
লুণ্ঠিবে আজ আছে সাধ্যকার!!

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন