গৌরীপুরে স্বজনদের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

 বারহাট্টা (নেত্রকোনা) ও গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
০৬ জুলাই ২০২২, ০৩:৩১ পিএম  |  অনলাইন সংস্করণ

নেত্রকোনার বারহাট্টায় বন্যাদুর্গতদের মাঝে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ ও রক্তদান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ও আশপাশের এলাকার দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ তুলে দেন প্রধান অতিথি বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। স্বাগত বক্তব্য রাখেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. আশিকুর রহমান রাজিব। 

বিশেষ অতিথি দৈনিক যুগান্তরের নেত্রকোনা প্রতিনিধি ও যমুনা টেলিভিশনের মো. কামাল হোসাইন মোবাইলে যুক্ত হন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আব্দুর রউফ, পিযুষ কান্তি গুণ, ঝুটন চন্দ্র পাল, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি ও মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, বারহাট্টা যুগান্তর প্রতিনিধি মাসুদুর রহমান খান, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। 

ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন স্বজন শামীম আনোয়ার, তাসাদদুল করিম, রক্তদান ফাউন্ডেশনের নিলয় খান, ইউসুফ হোসেন, রমজানুর আহমেদ নাজিম, জাহিদ হাসান লিখন, শারিয়ার ইমন পায়েল, সুস্মিতা তাইসিন শৈলী।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন