প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দাবিতে গৌরীপুরে স্বজনদের শোভাযাত্রা

 গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
২১ অক্টোবর ২০২২, ০৩:২৩ পিএম  |  অনলাইন সংস্করণ

ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার ‘গৌরীপুর উপজেলাসহ ময়মনসিংহ বিভাগের সকল জেলা ও উপজেলার প্রত্ন-প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, প্রদর্শন ও পর্যটনকেন্দ্র স্থাপনের দাবিতে শোভাযাত্রা বের করে। 

গৌরীপুর হাতেম আলী সড়ক থেকে শোভাযাত্রার শুভ সূচনা হয়। ১৭টি স্থানে এ দাবির পক্ষে স্বজনরা পথসভা করেন। 

সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা। সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। 

বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম পুতুল, আবুল খায়ের, আনিসুজ্জামান খান এখলাস, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, নারীনেত্রী গোপা দাস, পলি আক্তার, শাহানাজ খায়ের, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. আশিকুর রহমান রাজীব, ক্লাব ৯৭ গৌরীপুরের উপদেষ্টা সুমনা সফিনাজ লাবণী, স্কুল শিক্ষক মো. কামাল হোসেন, মোছা. নার্গিস আক্তার, ত্রিশাল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা তাসনিম তারিন, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ মো. তাসাদদুল করিম, স্কুলছাত্রী রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি প্রমুখ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন