কৌতুক

 গ্রন্থনা : রাফিয়া আক্তার  
০৬ নভেম্বর ২০২২, ০৮:৫২ পিএম  |  অনলাইন সংস্করণ

তীব্র গতিতে মোটরসাইকেল চালাচ্ছে এক যুবক। পথে তাকে থামাল ট্রাফিক পুলিশ, ‘তোমার মতো বেয়াড়াদের ধরতেই রোজ পথে পাহারা দিই। পালিয়ে যাবে কোথায়?’

এই শুনে যুবক বলল, ‘কী যে বলেন, পালাব কেন! আপনি কষ্ট করে আমার জন্য অপেক্ষা করছেন বলেই তো তাড়াতাড়ি এলাম।’
*
প্রথম মাতাল : আচ্ছা তুই মানুষ না তেলাপোকা?

দ্বিতীয় মাতাল : আমি মানুষ।

প্রথম মাতাল : কীভাবে বুঝলি তুই মানুষ?

প্রথম মাতাল : আরে আমি তেলাপোকা হলে তো আমার বউ আমাকে ভয় পেত!
*
প্রথম বন্ধু : শুনলাম তোর বউ নাকি মাসের ৩০ দিনই তোর সঙ্গে ঝগড়া করে?

দ্বিতীয় বন্ধু : না রে, যেদিন বেতন পেয়ে ওর হাতে তুলে দিই সেদিন করে না!

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন