নামে কী আসে যায়!

 লেখা : সত্যজিৎ বিশ্বাস, আঁকা : কাওছার মাহমুদ 
০৬ নভেম্বর ২০২২, ০৯:০৩ পিএম  |  অনলাইন সংস্করণ

১ম বন্ধু : সামনে ইলেকশন। লোকজন নিজ নিজ দলের নাম সাবমিট করছে। আমার দলের নাম কী রাখা যায় বল তো?  

২য় বন্ধু : আমাকেই বলতে হবে কেন? বাংলাদেশে আর কেউ নেই? জনমত নে।

১ম বন্ধু : ‘বাংলাদেশ জনমত পার্টি’ আছে। অন্য কিছু ভাব।    

২য় বন্ধু : আরে বেকুব, বললাম, আম জনতার কাছে যা। 

১ম বন্ধু : গিয়ে কী হবে? ‘আম জনতা পার্টি’ও তো আছে দেখলাম।

২য় বন্ধু : বলিস কী! নৈতিক সমাজ আজ কই গেছে?

১ম বন্ধু : কোথাও যায়নি তো। পেপারে পড়িসনি, ওটাও আছে। 

২য় বন্ধু : তাহলে এক কাজ কর, দল তো সর্বজনীন...।  

১ম বন্ধু : থাক আর বলতে হবে না, ‘বাংলাদেশ সর্বজনীন দল’ বানানো শেষ।

২য় বন্ধু : কিছুই যখন আর বাকি নেইÑফুল, পাখি, গাছ ইত্যাদি নামে রাখ।

১ম বন্ধু : ইত্যাদি নামেও তো দল আছে দেখলাম।  

২য় বন্ধু : তাইলে নাইটা কী? 

১ম বন্ধু : তাই যদি জানতাম, তোর কাছে আসি?

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন