ছাদ থেকে আত্মহত্যা করতে যাওয়া যুবককে উদ্ধার করল ফায়ার সার্ভিস

 যুগান্তর ডেস্ক 
২০ নভেম্বর ২০২২, ০৬:৪৮ পিএম  |  অনলাইন সংস্করণ

ঢাকার বনানীতে ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টাকারী এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার সকালে বনানী ডিওএইচএসের দুই নম্বার রোডের ২৩ নম্বর ছয়তলা বিশিষ্ট একটি বাড়ির ছাদ থেকে তাকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, আত্মহত্যার চেষ্টাকারী মো. কাউসার (৩৩) চায়না ন্যাশনাল মেশিনারী ইমপোর্ট এন্ড এক্সপোর্ট অফিস ড্রাইভার হিসেবে ওই ভবনে কর্মরত। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় উদ্ধার করেন।

সফিকুল ইসলাম বলেন, কাউসার নামে এক ব্যক্তি আত্নহত্যা করার জন্য প্রস্তুতি নিয়ে আছেন। এমন সংবাদ পেয়ে আমার নেতৃত্বে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। আমরা ভবনের ৬ষ্ঠ তলার ছাদে গিয়ে আত্মহত্যা করতে যাওয়া ব্যক্তিকে অনেক বুঝিয়ে-শুনিয়ে অবস্থায় ছাদ থেকে উদ্ধার করতে সক্ষম হই। তাকে ভাষানটেক থানা পুলিশের কাছে হস্তান্তর করি। 
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন