তেলাপোকা মারার ওষুধের গ্যাসে শিশুর মৃত্যু

 যুগান্তর প্রতিবেদন 
২১ নভেম্বর ২০২২, ০৮:৪১ পিএম  |  অনলাইন সংস্করণ

রাজধানীর বংশালের নয়াবাজার বাগদাশা লেন এলাকার একটি বাসায় তেলাপোকা মারার ওষুধের গ্যাসে অসুস্থ হয়ে মোছাম্মত জিকরা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিশুটির বাবা ডালিম জয়নাল বলেন, রোববার রাতে বাসায় তেলাপোকা মারার ওষুধ দেওয়া হয়। এরপর মধ্যরাতে জিকরা তেলাপোকা মারার ওষুধের গ্যাস থেকে অসুস্থ হয়ে পড়ে। সে কয়েকবার বমিও করে। অসুস্থ অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন