'এআইউবি সাইবার গেমিং ফেস্ট - ২০২২' এর প্রাক ইভেন্ট কার্যক্রম

 সংবাদ বিজ্ঞপ্তি 
২৪ নভেম্বর ২০২২, ০৩:৪৩ পিএম  |  অনলাইন সংস্করণ

মহামারীর পরে এআইউবি কম্পিউটার ক্লাব একটি ফ্ল্যাগশিপ ইভেন্টের আয়োজন করছে: 'এআইইউবি সাইবার গেমিং ফেস্ট - ২০২২' যা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে৷

এই বছরের এআইইউবি সাইবার গেমিং ফেস্ট (এসিজিএফ ২০২২) টানা ৪র্থ বারের মতো হচ্ছে। এই বছর আমরা কিছু চমক ধরে রাখার সংকল্প করেছি এবং বেশকিছু নতুন গেম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই বছরের এসিজিএফ ২০২২ - এ অংশগ্রহণকারীরা ছয়টি ভিন্ন গেম খেলতে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে: ভ্যালোরেন্ট, ডোটা টু, ফিফা, নিড ফর স্পিড – মোস্ট ওয়ান্টেড, মোবাইল লিজেন্ড এবং পেইস ই-ফুটবল ২০২৩।

স্কুল, কলেজ, অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং এআইইউবি - এর শিক্ষার্থীরা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। এআইইউবি কম্পিউটার ক্লাব এবং এআইইউবি স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের এই বছরের সবচেয়ে বড় গেমিং অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানায়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন