জাতীয় রপ্তানি ট্রফির গোল্ড পুরস্কার পেল তাসনিম কেমিক্যাল

 যুগান্তর ডেস্ক 
২৪ নভেম্বর ২০২২, ১০:৩৬ পিএম  |  অনলাইন সংস্করণ

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড ১২ বছরেরও বেশি সময় ধরে অভ্যন্তরীণ কেমিক্যালের চাহিদার একটি বড় অংশ পূরণ করে দেশের শিল্প বিকাশে ভূমিকা রাখছে। শুধু দেশের চাহিদা মেটানোতেই সীমাবদ্ধ না থেকে এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল পরিমাণে কেমিক্যাল রপ্তানি করছে প্রতিষ্ঠানটি।

সাফল্যের এ ধারাবাহিকতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক ‘জাতীয় রপ্তানি ট্রফি ২০১৮-২০১৯’-এ গোল্ড ট্রফির স্বীকৃতি পেয়েছে তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড। 

মঙ্গলবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই স্বীকৃতির ট্রফি হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। 

এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল এবং ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা প্রধান অতিথির কাছ থেকে এ ট্রফি গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন