বাগেরহাটে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 বাগেরহাট প্রতিনিধি 
২২ নভেম্বর ২০২২, ০৭:৩০ পিএম  |  অনলাইন সংস্করণ

বাগেরহাটে জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি। মঙ্গলবার দুপুরে বাগেরহাট নিউ মার্কেটের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে জেলা জাতীয় পার্টি, যুবসংহতিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনে জাতীয় পার্টির প্রার্থী সজন কুমার মিশ্র, শরণখোলা উপজেলা জাতীয় পার্টির সভাপতি গাজী বদিউজ্জামান, ফকিরহাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন আলাল, চিতলমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, জেলা যুবসংহতির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক রাহুল দেব বর্মণ, জেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না হলে দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের ডাকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। নির্বাচন ঘনিয়ে আসলেই আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টির মধ্যে ভাঙ্গন তৈরির রাজনীতি শুরু করে।

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আবারো আওয়ামী লীগ সরকার নতুন খেলায় মেতেছে। আবারো জাতীয় পার্টির ভাঙ্গন ধরিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। জাতীয় পার্টির বহিষ্কৃত নেতাদের দিয়ে মামলা করে সরকার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে হয়রানি করছে বলেও তারা দাবি করেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন