চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা, লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন বাবরের

 চট্টগ্রাম ব্যুরো 
২৪ নভেম্বর ২০২২, ১০:২৭ পিএম  |  অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে নানামুখী কর্মসূচি পালন করছেন দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার থেকে নগরজুড়ে শুরু হয়েছে মাইকিং, লিফলেট বিতরণ, ট্রাক শোভাযাত্রা ও অটোরিকশার মাধ্যমে নগরজুড়ে চলছে জনসভার প্রচারণা।

পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে লিফলেট বিতরণ। যুবলীগের লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্র ও স্মরণকালের সেরা জনসভায় রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

নগরীর এনায়েতবাজার থেকে শুরু হয়ে তিন পুলের মাথা, নিউমার্কেট কোতোয়ালি, সিনেমা প্যালেস হয়ে ডিসি হিলে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- শবু প্রসাদ চৌধুরী, রতন ঘোষ, মোহাম্মদ দেলোয়ার, কামরুল হাসান, রকিবুল ইসলাম সেলিম প্রমুখ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন