ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি, চ্যাম্পিয়ন হলে গরু-খাসি জবাই

 যুগান্তর প্রতিবেদক, ভোলা 
২৪ নভেম্বর ২০২২, ১০:৩৮ পিএম  |  অনলাইন সংস্করণ

কাতারে ফিফা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাংলাদেশে জাতীয় পতাকা ও ব্রাজিলের পতাকা নিয়ে ও জার্সি পরে মোটরসাইকেল, প্রাইভেটকার, পিকআপ ভ্যান ও ট্রাকে করে আনন্দ র‌্যালি করেছেন ভোলার ব্রাজিল সমর্থকরা। এছাড়া ব্রাজিল চ্যাম্পিয়ন হলে গরু ও খাসি জবাই করে খাওয়া-দাওয়া হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ভোলার ব্রাজিল ফুটবল টিমের সমর্থকরা স্লোগান ও বাঁশি বাজিয়ে আনন্দ র‌্যালি বের করেন।

নতুন বাজার, কালীবাড়ি রোড, যুগিরঘোল হয়ে সদর রোড দিয়ে একই স্থানে গিয়ে শেষ করেন আনন্দ র‌্যালিটি। ভোলা জেলা ব্রাজিল সমর্থকদের আয়োজনে এ সময় আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন কয়েক হাজার ব্রাজিল সমর্থক।

আয়োজনকরা জানান, ব্রাজিল এবার নিয়ে ছয়বার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হবে। আর ব্রাজিল চ্যাম্পিয়ন হলে তারা গরু ও খাসি জবাই করে সমর্থকরা ভূরিভোজ করবেন। এছাড়াও তারা অন্যান্য দলের সমর্থকদের খেলায় হার-জিত নিয়ে মন খারাপ বা কোনো বিশৃঙ্খলা না করে শান্তিপ্রিয়ভাবে খেলা দেখার আহবান জানান।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন