ব্যাংকার্স পরিষদের সভাপতি তুষার সম্পাদক লেনিন

 যুগান্তর ডেস্ক 
১৮ নভেম্বর ২০২২, ০২:২৩ এএম  |  অনলাইন সংস্করণ

সোনালী ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ৯১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন আলাউদ্দিন তুষার ও সাধারণ সম্পাদক হয়েছেন মোজাম্মেল হক লেনিন। 

বৃহস্পতিবার স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সজল ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শিমুলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে সহসভাপতি হন সোহেল তালুকদার এসপিও, মো.রফিকুল ইসলাম পিও, সোহেল মাহমুদ পিও, হাবিবুর রহমান মানিক পিও, জাহাঙ্গীর আলম রনি পিও, ম্যানেজার, মো.ফরহাদ আলম এসপিও, চন্দন কুমার পোদ্দার এসপিও, মো. বদিউজ্জামান রুবেল পিও, অনুপম বসু পিও, মো.সাত্তার হোসেন এসও, নঈম জামাল পিও, বিপ্র রায় চঞ্চল পিও, আমিনুল হক চৌধুরী পিও ও প্রলয় চক্রবর্তী এসও।

যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন, মো.মুর্তজা কামাল এসপিও আইটি ডিভিশন, মো.রুহুল আমিন পিও বঙ্গবন্ধু এভিনিউ কর্পোঃ শাখা, মো. রফিকুল ইসলাম পিও কমন সার্ভিসেস ডিভিশন, মো. আরিফুর রহমান পিও পাবলিক রিলেশন্স ডিভিশন, মো.ইকরাম হোসেন এসও দিলকুশা কর্পোরেট শাখা, মো.আবু নাসের পিও বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন, নুসরাত রিমা পিও স্থানীয় কার্যালয়, মো.মুজিবুর রহমান মজুমদার পিও ভিজিলেন্স এন্ড কমপ্লেন্ট ডিভিশন, রাকিব তালুকদার এসপিও বঙ্গবন্ধু এভিনিউ কর্পোঃ শাখা, রুবেল হোসেন পিও এয়ারর্পোট শাখা, এস এম ফকরুল সাঈদ সৌরভ পিও বি-ওয়াবদা কর্পোঃ শাখা, মো. ইমদাদুল হক মিনা পিও সদরঘাট কর্পোরেট শাখা, অর্চিতা মন্ডল পিও বঙ্গবন্ধু এভিনিউ কর্পোঃ শাখা, উমর সাঈদ তানভীর পিও কার্ড ডিভিশন। 

সাংগঠনিক সম্পাদক হয়েছেন রোকনুজ্জামান শিমুল এসপিও ম্যানজোর, ফরাশগঞ্জ শাখা, শেখ আহসান সাকির পিও অর্থ মন্ত্রণালয় (প্রেষণ), আশীষ কুমার ঘোষ এসও স্থানীয় কার্যালয়, মো.জাহাঙ্গীর হোসেন এসও লিক রিলেশন্স ডিভিশন, খন্দকার মালিহা কবির পিও কার্ড ডিভিশন, মো.রাশেদুল ইসলাম পিও ওয়েজ আনার্স কর্পোরেট শাখা, মো.মোস্তফা এসও পাবলিক রিলেশন্স ডিভিশন, নুরুজ্জামান নয়ন পিও স্থানীয় কার্যালয়, মমিনুর রহমান এসও ফরাশগঞ্জ শাখা, মো.আশরাফুল আলম এসও বুয়েট শাখা, সিয়াম আরেফিন এসও ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখা, শফিকুল ইসলাম এসও রমনা কর্পোরেট শাখা, মোহাম্মদ লুৎফর রহমান অফিসার মালিবাগ শাখা, পার্থ প্রতীম ঘোষ এসও আড়াইহাজার শাখা, মীর এহসানুল হক এসও রমনা কর্পোঃ শাখা ও সজিবুল ইসলাম এসও বঙ্গবন্ধু এভিনিউ কর্পোঃ শাখা। 

অর্থ সম্পাদক (কোষাধ্যক) দিলীপ কুমার রায় এসওসি কার্ড ডিভিশন, উপ-অর্থ সম্পাদক মো.আনিসুর রহমান এসওসি স্থানীয় কার্যালয়, দপ্তর সম্পাদক মো.শহীদুজ্জামান পিও এলসিডি ডিভিশন, উপ-দপ্তর সম্পাদক মো.সোহেলুর রহমান অফিসার পাবলিক রিলেশন্স ডিভিশন, প্রচার সম্পাদক ফকর উদ্দিন মানিক অফিসার ভবেরচর শাখা, উপ-প্রচার সম্পাদক রাজীব বসাক পিও সুপ্রীমকোর্ট শাখা, প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসাইন এসও অগ্রণী বালিকা বিদ্যালয় শাখা, উপ-প্রকাশনা সম্পাদক সবুজ রজো এসও ইপিজেড শাখা, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন এসও বিজনেস আইটি, উপ-সাহিত্য সম্পাদক মো.মহসীন এসও আইটি ডিভিশন, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল আলম টুকু এসওসি বায়তুল মোকাররম শাখা, উপ-সাংস্কৃতিক সম্পাদ নাঈমা নাজনীন পিও স্থানীয় কার্যালয়, সৈকত মজুমদার এসও আইটি ডিভিশন, তথ্য ও গবেষণা সম্পাদক দিলীপ কুমার পিও কমন সার্ভিস ডিভিশন। 

আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সিতিউন নেছা দিলরুবা পিও ওয়েজ আনার্স শাখা, ক্রীড়া সম্পাদক আবু হাসনাত পিন্টু পিও মানি লন্ডারিং ডিভিশন, উপ-ক্রীড়া সম্পাদক মো.মেহেদী হাসান এসও আমিন বাজার শাখা, সমাজ কল্যাণ সম্পাদক মো.মোস্তফা কামাল এসপিও ম্যানেজার, উপ-সমাজ কল্যাণ সম্পাদক শাহ আজম জনি পিও শাহজাহানপুর শাখা, স্বাস্থ্য সম্পাদক ড.আজহারুল হক জাহিদ মেডিকেল অফিসার প্রধান কার্যালয়, ধর্ম সম্পাদক মো.সাঈদুজ্জামান এসও আইটি ডিভিশন, উপ-ধর্ম সম্পাদক মো.আসাদুল ইসলাম অফিসার টঙ্গীবাজার শাখা, আইন বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন ওসি বাঞ্ছারামপুর শাখা। 

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিভাষ দেবনাথ পিও আইটি ডিভিশিন, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রশান্ত কুমার পিও আইটি ডিভিশন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শামীমা জাহান পিও  স্থানীয় কার্যালয়, উপ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক স্বপন কুমার দাস পিও আইটি ডিভিশন,পরিবহন সম্পাদক মো.তানভীরুল আলম এসও স্থানীয় কার্যালয়, নারী উন্নয়ন সম্পাদক রোখসানা আনোয়ার এসও নিউমার্কেট শাখা, উপ-নারী উন্নয়ন সম্পাদক তাজবীন আরা মুমু অফিসার   তারাবো বাজার শাখা, সহ-সম্পাদক মো.হাসানুজ্জামান হাসান পিও আইপিএফডি, মো.আরিফুর রহমান পিও এইচআর এমডি, মো.আল আমিন পিও আইপিএফডি, মো. রুবেল হোসেন পিও টিএমডি-১, মো.এনায়েত উল্লাহ এসপিও রিকন্সিলেশন ডিভিশন ।

এছাড়াও সদস্য করা হয়েছে মাহজাবিন ইসলাম সিমন পিও, খোন্দকার রাহাত মোজাম্মেল এসও সদরঘাট কর্পোঃ শাখা,   মোহাম্মদ হোসেন এসও (আইটি) লিগ্যাল ম্যাটার্স ডিভিশন, মো.আল আমিন এসপিও কার্ড ডিভিশন, আবদুল্লাহ আল মামুন পিও অডিট এন্ড ইন্সপেকশন ডিভিশন, মো.সেলিম মিয়া এসও  সিআইবি ইউনিট, ওমর ফারুক অফিসার উর্দু রোড শাখা, মিঠুন সরকার এসও বি-ওয়াবদা কর্পোরেট শাখা, মো.জসিম উদ্দিন জিসান এসও গ্রীনরোড শাখা, ইমদাদুল হক বকুল অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট কর্পোঃ শাখা।

এই কমিটি আগামী ২ বছরের জন্য কার্যকর থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন