এবার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’

 বিনোদন ডেস্ক 
১৯ নভেম্বর ২০২২, ১১:৩৩ পিএম  |  অনলাইন সংস্করণ

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’ আগামী ২৫শে নভেম্বর ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে তাদের একক কনসার্টের আয়োজন করছে। 

‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ নামের এই লাইভ কনসার্ট অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সাড়ে ৮ টায়। 

গতবছর একই দিনে টিএসসি মিলনায়তনে তাদের প্রথম একক কনসার্ট অনুষ্ঠিত হয়। এটি মূলত ব্যান্ডটির সাড়া জাগানো কন্সেপচ্যুয়েল অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’-এর লাইভ পারফরম্যান্স। ঢাকার পর এই সিরিজ একক কনর্সাট অনুষ্ঠিত হবে দেশের সবগুলো বিভাগীয় শহরে। 

ব্যান্ডের সদস্যদের মতে, কোনো ব্যান্ডকে ভালো করে চেনার উপায় তাদের অ্যালবাম ও একক কনর্সাট। সাধারণত আমাদের দেশে যেমন ধরনের দলগত কনর্সাট হয় সেখানে সময়ের স্বল্পতা থাকে। যারা ব্যান্ডকে ভালোবাসে এতে তারা অতৃপ্ত থেকে যায়। এই কারণে আমাদের নিজস্ব উদ্যোগে এই কনসার্টের আয়োজন।

এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন (www.sbctour.live) এবং অফলাইনে (হেবি মেটাল টি-শার্ট এবং অ্যাকোস্টিকা)। সকল তথ্য পাওয়া যাবে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন