হঠাৎ

 রহমান মৃধা, সুইডেন থেকে 
৩০ অক্টোবর ২০২২, ০১:০৯ এএম  |  অনলাইন সংস্করণ

কুয়াশাচ্ছন্ন শরতে বসে আছি ড্রইংরুমে,
সাগরের মৃদু ঢেউ চোখে পড়ছে।
আজ আর বুনো হাঁসগুলো নেই সেখানে,
তারা কয়েক দিন হলো সুইডেন ছেড়ে চলে গেছে।
বাল্টিক সাগরের ঘোলাটে পানি,
কেন যেন মনমরা হয়ে পড়েছে।
এদিকে বাইরে বাতাস বইছে সাথে রিমিঝিমি বৃষ্টি,
ইচ্ছে করছে বাইরে যেতে সত্ত্বেও মন চাইছে না।
বৃষ্টিভেজা শরতের কুয়াশাচ্ছন্ন দিনে,
ঠাণ্ডা এমনভাবে জাপটে ধরবে যেন মনে হবে,
পুরো শরীরটা বরফে জমে গেছে।
জীবনে বহুবার এমনটি ঘটেছে,
যার ফলে স্মৃতির জানালায় শুধু নেগেটিভ
চিন্তাগুলো উঁকিঝুঁকি মারছে,
যেন আমি ঘর থেকে বাহির না হই।
হঠাৎ টেলিফোন বেজে উঠলো,
হ্যালো বলতেই যার গলার স্বর শুনতে পারলাম,
তিনি আমার সহধর্মিণী মারিয়া।
কী ব্যাপার? হঠাৎ তুমি ফোন করলে কারণ কী?
আমি কাজ থেকে একটু সকালেই এসেছি।
গাড়ি বাইরে পার্ক করেছি।
তুমি নিচে নেমে আসো দুজনে একটু হাঁটবো,
বাল্টিক সাগরের পাড় দিয়ে।
প্রিয়জনের হাত ধরে সাগরের পাড় দিয়ে হাঁটবো।
তখন সাগরের পানি ঘোলা হলেও
বাতাসের রিমিঝিমি শব্দের সাথে সাগরের ঢেউ

শুনতে শুনতে হাঁটতে পথে কখন দিনের বাকি সময়টুকু
শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে যাবে তাও অনুভব করা যাবে না।
জীবনের অনেক সময় যা শুধু শুধু আসে ক্ষণিকের তরে
সে সময়টুকু যদি হৃদয় দিয়ে উপলব্ধি করা না যায়
তবে মনে সেটা গাঁথা হয়ে থাকবে,
যা মনের মাঝে স্মৃতি হয়ে কল্পনায় ফিরে আসবে,
ফিরে আসবে সাগরের ঢেউয়ের মতো,
সে ঢেউ শুধু জ্বালা দিবে একাকীত্বকে কল্পনায়,
তাই সিদ্ধান্ত নিতে একটুও দেরি হলো না,
সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম ঘরের বাইরে।
হৃদয়ের বন্ধনে ভালো লাগার সন্ধানে
সঙ্গিনীর হাত ধরে হাঁটতে পথে,
বলেছিল কিছু কথা ব্যথা ভরা মনে।
কথা দিয়েছিলে তুমি যাবে না ছেড়ে,
ধরোনা আমায় তুমি শক্ত করে!
রাখিও হৃদয়ে মোরে আজীবন ভরে।
আমাকে বিপদ থেকে রক্ষা করো,
এটা আমার চাওয়া পাওয়া নয়,
আমাকে আশীর্বাদ করো যেন আমি বিপদে ভয় না পাই।
দুঃখে বা পীড়িত হৃদয়ে তুমি সান্ত্বনা দিও,
আমাকে সাহায্য করো যেন আমি দুঃখকে জয় করতে পারি।
যতক্ষণ তুমি আমার পাশে থাকবে,
আমার বিশ্বাস আমি বেদনায় ভাঙ্গবো না।
অর্থের ক্ষতিতে যদি আমি দুর্বল হয়ে পড়ি,
ভালোবাসা যেন সে ক্ষতি পূরণ করতে পারে।
আমার প্রার্থনা নয় যে তুমি আমাকে ভালোবাসো,
তুমি পারলে আমার কষ্টের বোঝা হাল্কা করতে সান্ত্বনা দিও।
আমি যেন সারা জীবন আমার সুখ-দুঃখের
সকল ঘটনা প্রাণ খুলে তোমাকে বলতে পারি।
দুঃখের রাতে, বঞ্চনার দিনে যখন সবাই সরে যাবে,

তুমি নিশ্চয়ই থাকবে আমার পাশে।
বলবে তখন হৃদয় থেকে,
শুনবো আমি নীরব হয়ে,
দেখব তোমায় অবাক চোখে,
মৃদু হাসি ঠোঁটের পাশে,
সুখের দিনে থাকবে পাশে,
শুনবো আমি তোমার মুখে,
ভালোবাসো অবশেষে।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন