বলোনা সহজ করে

 রহমান মৃধা, সুইডেন থেকে 
১৪ নভেম্বর ২০২২, ০৪:৪৯ এএম  |  অনলাইন সংস্করণ

আমি কীভাবে কবো তোমারে
তুমি প্রতিবারই একই রকম
রয়েছ মোর হৃদয়ে।

আমি অনেকদিন একাকি ছিলাম
আমি অনুভব করেছি তোমাকে
তবুও তোমাকে চাইনি প্রয়োজনে
কারণ আমার চাওয়ার সময় হয়নি।

আমি একটি আন্দোলন গড়ে তুলেছি
তবে শক্তিশালী হতে পারিনি
আমার হৃদয় নেই তা বলিনি
আমি রোমাঞ্চের সুযোগ নিতে চাইনি।

প্রেম যেদিন খুঁজে পাবো
সেদিন তোমার মনের কথা শুনবো
আমাকে একবার শুনতে দিও
সেটা যেন প্রথমবারের মতো হয়।
আমাকে  সংলাপে একটু অংশ নিতে দিও,
আমার হৃদয়ে ঢুকে যেও, হারাবে না,
আমি তোমার মনের কথা শুনবো

তুমি উঠো তুমি নামো
তুমি সমস্ত হৃদয় ঘুরে যাও
দেখবে সেখানে ব্যথা আছে
আছে ভালোবাসা।

ঢুকে যাও সে হৃদয়ে, তুমি হারাবে না
তুমি আমারি বুকে থাকবে,
বলোনা সহজ করে
তুমি আমারেই শুধু ভালো বাসবে।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন