প্যারিসে সংগীতশিল্পী মৌসুমী চক্রবর্তীর নতুন গানের প্রিমিয়ার শো

 শাহ সুহেল আহমদ, প্যারিস (ফ্রান্স) থেকে 
১৯ নভেম্বর ২০২২, ০২:৫৫ এএম  |  অনলাইন সংস্করণ

ফ্রান্সের প্যারিসে সংগীতশিল্পী মৌসুমী চক্রবর্তীর কণ্ঠে গাওয়া কালজয়ী গান ‘যাব না যাব না যাব না ঘরে’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সন্ধ্যায় এ প্রিমিয়ার শো-তে প্যারিসের সাহিত্যিক, সাংবাদিক, নির্মাতা, সাংস্কৃতিক নেতারা ছাড়াও সুধীজনরা অংশ নেন।

বাংলা গানের শুকতারা খ্যাত অতুল প্রসাদ সেনের সুর ও সংগীতে এ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মৌসুমী চক্রবর্তীকে মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও দেখা গেছে। তরুণ মিউজিক ভিডিও ডিরেক্টর রাকিবুল ইসলামের পরিচালনায় ভিডিওটিতে প্যারিসের দৃষ্টিনন্দন লোকেশন স্থান পেয়েছে।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় সুধীজনরা অংশ নিয়ে সংগীতশিল্পী মৌসুমী চক্রবর্তীর গান ও মিউজিক ভিডিওর ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, মৌসুমী চক্রবর্তী একাধারে রবীন্দ্র, নজরুল কিংবা আধুনিক গানের সব শাখাতেই তার সমান দক্ষতা রয়েছে। এমন একজন গুণী শিল্পী প্যারিসের বাঙালি কমিউনিটির জন্য সত্যিই গর্বের।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন