সঠিক পথ

 মোহাম্মদ মাহামুদুল 
১৯ নভেম্বর ২০২২, ০৩:৫০ এএম  |  অনলাইন সংস্করণ

সঠিক পথে চলতে গিয়ে
বলতে নাহি পাই ভয়,
মাঝে মাঝে হঠাৎ করে
থমকে যেতে হয়। 

মানবো না হার যতই বাধা
আসুক পথে আজ,
সঠিক পথে চলবো তবু
করবো সঠিক কাজ।

অবহেলা ও অপমানে
নষ্ট হবে না তোমার সম্মান,
তোমাকে না চিনে করে তারা অপমান। 
তাতে নষ্ট হয় না তোমার সম্মান। 

রাস্তা-ঘাটে হাটবাজারে চা-স্টলে,
যদি করে তারা তোমার বদনাম, 
মনে রেখে, তারাই তাদের করছে অপমান  
সঠিক যদি হয় পথচলা তোমার 
হবেই জয় হবে তোমার। 

সময়ের কাজ সময়ে করো
অসময়ে নয়,
যুক্তি দিয়ে চলতে হবে
আবেগ দিয়ে নয়।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন