মালদ্বীপে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

 মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে 
২০ নভেম্বর ২০২২, ০৩:৪৬ এএম  |  অনলাইন সংস্করণ

মালদ্বীপে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মো. শরিফ উদ্দিন (২৬)। 

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শরিফ উদ্দিন কিশোরগঞ্জের মধ্যম পাটধা গ্রামের মো. রমিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টায় পাঁচতলায় কাজ করার সময় ছাদ মনে করে ফলস সিলিংয়ে পা রাখা মাত্রই তা ভেঙে নিচে পড়ে যান শরিফ উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আইজিএমএইচ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

বর্তমানে নিহতের মরদেহ মালদ্বীপের রাজধানী মালে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন