আইসিইউতে ঢুকে পড়ল গরু, ভিডিও ভাইরাল

 যুগান্তর ডেস্ক 
২১ নভেম্বর ২০২২, ১০:৪৭ পিএম  |  অনলাইন সংস্করণ

হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ঢুকে পড়ল গরু! এ ঘটনায়  দুই ওয়ার্ডবয় ও এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের একটি হাসপাতালে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আর সেটিও রীতিমতো ভাইরাল। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মধ্যপ্রদেশের রাজগড় জেলার একটি হাসপাতালের আইসিইউতে একটি গরু প্রবেশ করেছে। গরুটিকে সেখানে অবাধে বিচরণ করতে দেখা গেছে এবং হাসপাতাল চত্বরে থাকা ময়লা-আবর্জনা থেকে চিকিৎসা বর্জ্যও খেতে দেখা গেছে।

মধ্যপ্রদেশের রাজগড় জেলার হাসপাতালটির কর্তৃপক্ষ জানিয়েছে, গরু প্রবেশ ঠেকাতে দুজন কর্মীও নিয়োগ করা হয়েছে। তবে ঘটনার সময় উপস্থিত ছিলেন না তারা। 

এ ঘটনায় ব্যবস্থা নেয়া হয়েছে দুই ওয়ার্ডবয় ও এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। ভিডিও ভাইরালের পর আলোড়ন শুরু হয় দেশটির স্বাস্থ্যসেবা নিয়ে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন