বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির গোল্ডফিশ

 অনলাইন ডেস্ক 
২২ নভেম্বর ২০২২, ০২:২৭ পিএম  |  অনলাইন সংস্করণ

ব্রিটিশ এক সৌখিন মৎস্য শিকারির বড়শিতে ধরা পড়ল সাড়ে ৩০ কেজি ওজনের একটি গোল্ডফিশ।

ফ্রান্সের ব্লুওয়াটার লেকে মাছ ধরার সময় ৪২ বছর বয়সি ব্রিটিশ নাগরিক এন্ড্রি হ্যাকেটের বড়শিতে এ মাছটি ধরা পড়ে। খবর ওয়াশিংটন পোস্টের।

এটি এ যাবৎকালে ধরা পড়া সবচেয়ে বড় গোল্ডফিশ। এটির ওজন ৬৭ পাউন্ড ৪ আউন্স। কমলা রঙের এ কার্পজাতীয় মাছটি ক্যারট নামেও পরিচিত।

এর ফলে ব্রিটিশ এ ব্যক্তি বিশ্বরেকর্ড করে ফেললেন। এর আগে সবচেয়ে বড় মাছটির ওজন ছিল ৩০ পাউন্ড (১৩.৬ কেজি)।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জেসন ফুগেট নামে এক ব্যক্তি ধরেছিলেন ওই গোল্ডফিশটি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন