নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উগ্র ডানপন্থি সরকারের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমেছেন দেশটির হাজারও মানুষ। টানা চতুর্থ সপ্তাহের মতো শনিবার ইসরাইলজুড়ে বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। হাতে বহন করেন বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড।
আলজাজিরা জানিয়েছে, ইসরাইলের রাজধানী তেলআবিবের কাপলান স্ট্রিটে এদিন বিক্ষোভকারীরা দেশটির পতাকা বহন করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ছিল। বিক্ষোভকারীরা এ সময় ‘নো ডিক্টেটরশিপ’ অ্যান্ড ডেমোক্রেসি অর্থাৎ একনায়কতন্ত্র চাই না, গণতন্ত্র চাই বলে স্লোগান দেন।
এর আগের সপ্তাহগুলোতেও সরকারের প্রস্তাবিত সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ইসরাইলিরা। ওই প্রস্তাব কার্যকর হলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা।
বলা হচ্ছে, নতুন আইন পাস হলে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা দুর্বল হয়ে যাবে। এর আগে প্রধানমন্ত্রী থাকাকালে নেতানিয়াহু দুর্নীতি, জালিয়াতি ও আস্থা ভঙ্গ করেছেন, এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে।
কিছু বিশেষজ্ঞ ইতোমধ্যে সতর্ক করেছেন যে, প্রস্তাবিত আইন কার্যকর হলে ইসরাইলে গণতন্ত্র বলে কিছু থাকবে না। অন্যদিকে নেতানিয়াহু অভিযোগ করেছেন, সুপ্রিমকোর্ট রাজনৈতিক বিষয়ে মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ করছে।
অন্যদিকে কিছু বিক্ষোভকারী ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের নীতির সমালোচনাও করেছেন। একটি প্ল্যাকার্ডে এমন লেখা ছিল— ‘গণতন্ত্রের সঙ্গে দখলদারিত্ব চলতে পারে না।’
প্রতিবেদনে বলা হয়েছে, বিগত বেশ কিছু সপ্তাহ ধরে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নিয়মিত-ভিত্তিতে বিক্ষোভ হচ্ছে। গত ২১ জানুয়ারির বিক্ষোভে তেলআবিবে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উগ্র ডানপন্থি সরকারের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমেছেন দেশটির হাজারও মানুষ। টানা চতুর্থ সপ্তাহের মতো শনিবার ইসরাইলজুড়ে বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। হাতে বহন করেন বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড।
আলজাজিরা জানিয়েছে, ইসরাইলের রাজধানী তেলআবিবের কাপলান স্ট্রিটে এদিন বিক্ষোভকারীরা দেশটির পতাকা বহন করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ছিল। বিক্ষোভকারীরা এ সময় ‘নো ডিক্টেটরশিপ’ অ্যান্ড ডেমোক্রেসি অর্থাৎ একনায়কতন্ত্র চাই না, গণতন্ত্র চাই বলে স্লোগান দেন।
এর আগের সপ্তাহগুলোতেও সরকারের প্রস্তাবিত সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ইসরাইলিরা। ওই প্রস্তাব কার্যকর হলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা।
বলা হচ্ছে, নতুন আইন পাস হলে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা দুর্বল হয়ে যাবে। এর আগে প্রধানমন্ত্রী থাকাকালে নেতানিয়াহু দুর্নীতি, জালিয়াতি ও আস্থা ভঙ্গ করেছেন, এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে।
কিছু বিশেষজ্ঞ ইতোমধ্যে সতর্ক করেছেন যে, প্রস্তাবিত আইন কার্যকর হলে ইসরাইলে গণতন্ত্র বলে কিছু থাকবে না। অন্যদিকে নেতানিয়াহু অভিযোগ করেছেন, সুপ্রিমকোর্ট রাজনৈতিক বিষয়ে মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ করছে।
অন্যদিকে কিছু বিক্ষোভকারী ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের নীতির সমালোচনাও করেছেন। একটি প্ল্যাকার্ডে এমন লেখা ছিল— ‘গণতন্ত্রের সঙ্গে দখলদারিত্ব চলতে পারে না।’
প্রতিবেদনে বলা হয়েছে, বিগত বেশ কিছু সপ্তাহ ধরে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নিয়মিত-ভিত্তিতে বিক্ষোভ হচ্ছে। গত ২১ জানুয়ারির বিক্ষোভে তেলআবিবে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছিলেন।