জুনায়েদ ইভানের নতুন বই ও ফারহানা মোস্তফার বইয়ের মোড়ক উন্মোচন

 যুগান্তর প্রতিবেদন 
০২ মার্চ ২০২২, ০৪:১০ এএম  |  অনলাইন সংস্করণ

সস্প্রতি অমর একুশে গ্রন্থমেলা-২০২২ উপলক্ষে প্রকাশ পেল জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ এর ভোকাল হিসেবে খ্যাত জুনায়েদ ইভানের নতুন বই অন্যমনস্ক। বইটি বের হয় অধ্যয়ন প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন, আরিফুল হাসান। ৭টি গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি। বইটি ইতিমধ্যেই দেশের শীর্ষতম অনলাইন বুক শপ ‘রকমারি’তে  বেস্ট সেলার লিস্টে’র প্রথম স্থান জায়গা করে নিয়েছে। বইটির প্রকাশক বলেছেন, বইটি প্রি-অর্ডারের সময় থেকেই পাঠকদের ভেতরে ব্যাপক উৎসাহ কাজ করছিল। জুনায়েদ ইভান বলেন, মনস্তাত্ত্বিক বিভ্রমের নানান টার্মস নিয়ে গল্প গুলো লেখা হয়েছে। আশা করি পাঠকের ভালো লাগবে। উল্লেখ্য, গতবছর প্রকাশিত জুনায়েদ ইভান এর উপন্যাস‘ শেষ‘ বেস্ট সেলার এ্যাওয়ার্ড পেয়েছিল রকমারি হতে। 
 
মোড়ক উন্মোচন: একুশে বইমলোয় উন্মোচন হলো ফারহানা মোস্তফা লজির সংকলনগ্রন্থ ‘পবিত্র কোরআনের বিষয়ভিত্তিক কিছু আয়াত ও এ সর্ম্পকতি কিছু হাদীস’। সোমবার সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়াম অনুশীলন মাঠে বইমেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে খ্যাতিমান প্রকাশনা প্রতষ্ঠিান খড়িমাটি। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থতি ছিলেন বইমেলার আহবায়ক ও কাউন্সলির ড. নিসার উদ্দিন আহমেদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, খড়িমাটি স্বত্বাধিকারী মনিরুল মনির প্রমুখ।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন