‘বাসটি’ গত বছরও দুর্ঘটনায় পড়েছিল

 অনলাইন ডেস্ক 
২০ মার্চ ২০২৩, ১২:২৮ পিএম  |  অনলাইন সংস্করণ

মাদারীপুরের শিবচরে দুর্ঘটনাকবলিত ইমাদ পরিবহণের বাসটিতে কোনো ফিটনেস ছিল না। খুলনা ও ঢাকার মধ্যে চলাচলকারী বাসটি কীভাবে বিআরটিএ ও ট্রাফিক পুলিশের নজরদারি এড়াল তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গত বছরও বাসটি দুর্ঘটনার শিকার হয়েছিল। এ কারণে বিআরটিএ কর্তৃপক্ষ বাসটির রেজিস্ট্রেশন প্রাথমিকভাবে স্থগিত করেছিল।

 

অনুসন্ধানে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ইমাদ পরিবহণের গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৩৩৪৮। ভারতের অশোক লে ল্যান্ড কোম্পানির গাড়িটি ২০১৭ সালে তৈরি। ২০১৮ সালের ১৭ জানুয়ারি এটি রেজিস্ট্রেশন করা। এর মালিকানায় রয়েছে-সোশ্যাল ইসলামী ব্যাংক (পান্থপথ শাখা) এবং ইমাদ পরিবহণ প্রাইভেট লিমিটেড। ঠিকানা দেওয়া হয়েছে ইফাদ অটোস লিমিটেড, ২১ রাজউক এভিনিউ এবং আরেকটি ঠিকানা গোপালগঞ্জের আলিয়া মাদ্রাসা রোড।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন