সাকিবের নৈপুণ্যে টি-টেনে জয় পেল বাংলা টাইগার্স
স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ১০:৫২:৩৫ | অনলাইন সংস্করণ
টি-টেন লিগে দারুণ জয় পেয়েছে বাংলা টাইগার্স। নিউইয়র্ক স্ট্রাইকার্সকে তারা হারায় ১৯ রানে। বাংলা টাইগার্সের হয়ে এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব আল হাসান।
বুধবার আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান করে সাকিবের দল। ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১২ রানে থামে স্ট্রাইকার্সের ইনিংস।
ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি সাকিবের দলের। জাজাই ও জো ক্লার্কের বিদায়ের পর দলের হাল ধরেন কলিন মুনরো ও এভিন লুইস। মুনরো ৩০ রান করে বিদায় নিলেও অর্ধশতক তুলে নেন লুইস। ব্যাট হাতে ৬ বলে ১৪ রান করেন সাকিব।
১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কাইরন পোলার্ড। বল হাতে ২ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাকিবের নৈপুণ্যে টি-টেনে জয় পেল বাংলা টাইগার্স
টি-টেন লিগে দারুণ জয় পেয়েছে বাংলা টাইগার্স। নিউইয়র্ক স্ট্রাইকার্সকে তারা হারায় ১৯ রানে। বাংলা টাইগার্সের হয়ে এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব আল হাসান।
বুধবার আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান করে সাকিবের দল। ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১২ রানে থামে স্ট্রাইকার্সের ইনিংস।
ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি সাকিবের দলের। জাজাই ও জো ক্লার্কের বিদায়ের পর দলের হাল ধরেন কলিন মুনরো ও এভিন লুইস। মুনরো ৩০ রান করে বিদায় নিলেও অর্ধশতক তুলে নেন লুইস। ব্যাট হাতে ৬ বলে ১৪ রান করেন সাকিব।
১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কাইরন পোলার্ড। বল হাতে ২ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব।