হে জাতির পিতা 

 আলী আকবর বাবুল  
২৬ মার্চ ২০২২, ০১:৫৩ এএম  |  অনলাইন সংস্করণ

অজ পাড়াগাঁয়ের খোকা নামক ছেলেটি, 
অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, 
শোষক গোষ্ঠীর হলো চুক্ষশুল

নীতি-আদর্শ ভেতর দাঁড়িয়ে
মুক্তিপাগল মানুষগুলো
খুঁজে দিলো-লাল সবুজ পতাকার নীড়।
সোনার বাংলায় সোনা ফলিয়েছি-তিঁনি শেখ মুজিবুর রহমান

পশ্চিমাদের শাসন-শোষণ যখন প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে, 
নেতা ডাক দিলেন, প্রতিবাদের, দেশ রক্ষায় 
পাকিস্তানি হায়েনারা নীলবিষে ফাঁসির মঞ্চে- গেলেও বিজয় এই বাংলার
হে পিতা তুমি অবিনশ্বর, তুমিই কীর্তিমান;

সারা বাংলার মবুজ মাঠে বাঙালি তোমাকে খুঁজে পাই

হে পিতা তুমি এনেছো বিজয়, বাঙালী দিয়েছো - জন্মের ঠিকানা 
বাংলাদেশ হলো স্বাধীন রাষ্ট্র
এই খানে পাখপাখালি গান গায়, তোমার নামে, 
চিঠি আসে তোমার তরে  আকাশ খামে
বঙ্গবন্ধুর তুমি লাখো জনতা  প্রাণ, তুমিই বিশ্বের দরবারে সুমহান 
তাই তো তোমার নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 
কবি গান গাইলেন সাম্যের, 
কবির সুরে বজ্রকণ্ঠ ওঠে 
এইবারে সংগ্রাম  স্বাধীনতার সংগ্রাম, এইবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, 
হে পিতা তোমার অবদানে হাসে -
স্বাধীন বাংলাদেশ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন