গৌরীপুরে বাল্যবিয়েকে ‘লালকার্ড’ প্রদর্শন কর্মসূচি শুরু 

 গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
২৬ অক্টোবর ২০২২, ০৩:৪৮ পিএম  |  অনলাইন সংস্করণ

ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শাহগঞ্জ সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বুধবার মাসব্যাপী বাল্যবিয়েবিরোধী প্রচার ও বাল্যবিয়েকে না বলুন ‘লালকার্ড’ প্রদর্শন কর্মসূচি শুরু হয়েছে। 

বিদ্যালয় মাঠে এ সময় ৩৫০ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্বজনরা বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করার অঙ্গীকার করেন। 

অনুষ্ঠানের শুরুতেই আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫  আগস্টের সব শহিদ, জাতীয় চার নেতা, '৭১-এর বীরশ্রেষ্ঠ ও শহিদ, শহিদ বীর মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী নুরু আমিন খান পাঠান, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সহরবানু বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুরুল হক। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল হক। বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি মো. আজিজুল হক, মো. নূরুল ইসলাম, মো. হাবিব উল্লাহ, মো. কারি ওয়াজেদ, মোছা. লাকী আক্তার, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান, নুর মোহাম্মদ কালন, শিরিন আক্তার খানম, রফিকুল ইসলাম, মো. আব্দুল হাই, সহকারী শিক্ষক লিপিকা দে, আশরাফুল ইসলাম, হাবিবা খানম, মোহাম্মদ জয়নাল আবেদিন, উম্মে হাবিবা, মো. শাহীনুর ফেরদৌস, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়ক আশিকুর রহমান রাজিব, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন