রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

 রাবি প্রতিনিধি 
০২ আগস্ট ২০২২, ০৬:২৬ পিএম  |  অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। 

মঙ্গলবার দুপুরে ড. মোহাম্মদ কুদরত-ই খুদা একাডেমিক ভবনে বিজ্ঞান অনুষদের সভাকক্ষে ভিসি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার ফল ঘোষণা করেন। 

এবার ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ৩৮ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার ফল  www.admission.ru.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

এর আগে ‘সি’ ইউনিটে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদন করেছিল। ২৫ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন