যুগান্তরে সংবাদ প্রকাশের পর সেই মর্জিনার পাশে ইউএনও

 কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
১০ নভেম্বর ২০২২, ১০:৪৮ পিএম  |  অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের কালিহাতীতে যুগান্তর অনলাইনে ১৯ এপ্রিল ‘অটোভ্যান গাড়ি চালিয়ে অন্ধ স্বামীর মুখে খাবার তুলে দেন মর্জিনা’’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে আসে।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হুসেইন উপজেলা চত্বরে ৫৫ বছর বয়সী অটোভ্যানচালক মর্জিনাকে ব্যাটারিচালিত অটো ইজিবাইক উপহার দেন। 

এ সময় উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, সমাজসেবা অফিসার জসিম উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন উপস্থিত ছিলেন।  

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাজমুল হুসেইন জানান, গত ১৯ এপ্রিল যুগান্তরে সংবাদ প্রকাশের পর  ৫৫ বছর বয়সী অটোভ্যানচালক মর্জিনাকে জেলা প্রশাসক ড. আতাউল গনি স্যারের পক্ষে থেকে তাকে ব্যাটারিচালিত অটো ইজিবাইক উপহার দেওয়া হয়েছে। এর আগে ২০ এপ্রিল নগদ ১০ হাজার টাকা ও শুকনো খাবার দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, কালিহাতীতে (৫৫) বছর বয়সী মর্জিনা বেগম অটোভ্যান চালিয়ে অন্ধ স্বামী ও তার মেয়ের মুখে খাবার তুলে দেন। সল্লা ইউনিয়নের পুখুরিয়া দেউপুর মধ্যপাড়া গ্রামের অন্ধ সুলতান মিয়ার স্ত্রী মর্জিনা বেগম অভাবের সংসারে হাল ধরতে ব্যাটারিচালিত অটোভ্যান গাড়ি চালিয়ে যা উপার্জন করেন তাই দিয়ে তিনবেলা অসুস্থ স্বামী ও মেয়ের মুখে খাবার তুলে দেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন