নরসিংদীতে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

 নরসিংদী প্রতিনিধি 
১৭ নভেম্বর ২০২২, ০২:৫৩ পিএম  |  অনলাইন সংস্করণ

নরসিংদীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী। 

বৃহস্পতিবার সকালে পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের ভাটপাড়ার চাকশাল রোডে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আমির হামজা (৩৬), তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের শুক্কর আলীর ছেলের। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে পাঁচদোনা থেকে সিএনজিটি যাত্রী নিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এ সময় সিএনজিটি ভাটপাড়ার চাকশাল এলাকায় পৌঁছলে অন্যদিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজির এক যাত্রী ঘটানাস্থলেই নিহত হন। 

গুরুতর আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে  নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকেই ঢাকা মেডিকেলে পাঠায়।

মাধবদী থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যায়।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন