শেয়ারবাজারে ১১ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

 যুগান্তর প্রতিবেদন 
১৪ আগস্ট ২০২২, ০৮:৫৭ পিএম  |  অনলাইন সংস্করণ

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ১১ মিউচুয়াল ফান্ড। এরমধ্যে জন্য ৬ শতাংশ থেকে ১৪ দশমিক ৫ পর্যন্ত লভ্যাংশ রয়েছে। এর সবগুলোরই তহবিল ব্যবস্থাপক রেস এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। 

জানা গেছে, ২০২২ সালের জন্য বিনিয়োগকারীদের ৬ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবিএল মিউচুয়াল ফান্ড। এছাড়াও আলোচ্য সময়ে ট্রাস্ট ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড লভ্যাংশ দেবে ৭ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, জনতা ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, পপুলার লাইফ ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, ডিএইচপি ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ১১ শতাংশ, এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, ফাস্ট বাংলাদেশ ইনকাম ফান্ড ৬ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। 

অন্যদিকে রেস স্পেশাল অপরচুনিটিস ইউনিট ফান্ড বিনিয়োগকারীদের জন্য ১৪ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আর সব মিলিয়ে এই ১১ তহবিলের গড় লভ্যাংশ ৭ দশমিক ৯১ শতাংশ। 

সংশ্লিষ্টরা বলছেন, বতর্মানে অধিকাংশ তহবিলের বাজারমূল্য ১০ টাকার নিচে। এ হিসেবে এ লভ্যাংশ ১০ শতাংশ ছাড়িয়ে যাবে।  

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন