১ ডিসেম্বর : আজকের ধাঁধা

 যুগান্তর ডেস্ক 
০১ ডিসেম্বর ২০১৯, ১০:২৫ এএম  |  অনলাইন সংস্করণ

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১. ‘কাঁচা তুলতুল পাকলে সিঁদুর
    এর মানে যে না পারবে
    তার দাদা বড় ইঁদুর।’

২. ‘কোন শহরে খুলতে মানা,
     তোমার কী আছে জানা।’

৩. ‘তিন বর্ণে নাম তার

    পকেটেতে রয়,

    পেট কাটলে সে যে আইন হয়ে যায়।’

৪. ‘কথা যদি বলি আমি,     
     তোমরা মনে রাখো।     
     কথার উল্টা পড়লে      
     তোমরা পাবে থাক।’

গতদিনের ধাঁধাগুলোর উত্তর:

১) ‘আগা থুর থুর গোড়া মোটা, বিনা ফলে ধরে গোটা।’

উত্তর:  ডুমুর

২) ‘আগায় ছাতি গোড়ায় মাথি,

 ছেড়ে কান্দানোর প্রোপতি।’

উত্তর: ওল

৩) ‘আষাঢ়ের ষাঢ় ফেলে,

মদের ফেলে দ,

হাত দিয়ে আঙুল দিয়ে চোষে-

বলতে পারো কী সে?’

উত্তর: আম

৪) কোন বিদেশি ভাষা

নাম চার অক্ষরে,

দ্বিতীয় কেটে দেখ

জলে বাস করে।’

উত্তর: ইংলিশ

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন