৫ ডিসেম্বর: আজকের ধাঁধা

 যুগান্তর ডেস্ক 
০৫ ডিসেম্বর ২০১৯, ১০:২৯ এএম  |  অনলাইন সংস্করণ

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১. ‘জঙ্গল থেকে বের হয় টিয়ে,

সোনার টোপর মাথায় দিয়ে।

পেট থেকে বের হয় কলা,
তোমরা কি কিছু বুঝলা?’

২. ‘একটা মাথা তিনটা পা,

চললে বলি আগে আগে।

থামলে বলি হায় হায়,
প্রাণটা বুঝি রাখা দায়।’

৩. ‘উপর থেকে পড়ল ছুরি, ছুরি বলে কেবল ঘুরি।’

৪. ‘উড়লেও পাখি নয় বলো দেখি কারে কয়?’
গতদিনের ধাঁধাগুলোর উত্তর:

১. ‘তিন বর্ণে নাম তার

পকেটেতে রয়,

পেট কাটলে সে যে
আইন হয়ে যায়।’

উত্তর: রুমাল

২. ‘তিন বর্ণে নাম তার

থাকে নারীর সাথে,

পেট কাটলে মিষ্টি ফল
হয় সাথে সাথে।’

উত্তর: আলতা

৩. ‘তিন বর্ণে নাম তার

সব লোকে খায়,

মাঝের বর্ণ ছেড়ে দিলে
ঘরে চলে যায়।’

উত্তর: বাতাসা

৪. ‘তিন বর্ণে নাম তার

খেলার মাঠে পাবে,

প্রথমটা ছেড়ে দিলে
দেশের নাম হবে।’

উত্তর: শচীন

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন