১৯ ডিসেম্বর: আজকের ধাঁধা

  
১৯ ডিসেম্বর ২০১৯, ১০:১২ এএম  |  অনলাইন সংস্করণ

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১) ‘কলের মধ্যে দিলে পা, ভাগ্যের লিখন হবে তা।’

২) ‘কদমের ভাই সজন রায়,

একশ’ আটটা জামা গায়।

তবু তার সাধ মেটে না,
আরও সে জামা চায়।’

৩) ‘কোন গাছে হয় না ফুল, তবু আছে গন্ধ।’

গতদিনের ধাঁধাগুলোর উত্তর:

১. ‘কোন সে প্রাণি

ছয় পায়ে হাঁটে,

দেখি যেথায়-সেথায়
পথে এবং ঘাটে।’

উত্তর: পিঁপড়া

২. ‘প্রেমের প্রতীক এক,

পাঁচ বর্ণের নাম।

তিন বর্ণ ছেড়ে দিলে অনেক তার দাম।’

উত্তর: তাজমহল

৩. ‘কোন টেবিলে পায়া থাকে না? ঝুলে থাকে দাঁড়ায় না।’

উত্তর: টাইমটেবিল

৪. ‘কাসারির সারি ছেড়ে

পাঠার ছেড়ে পা,

লবঙ্গের বঙ্গ ছেড়ে পেড়ে আনো তা।’

উত্তর: কাঁঠাল

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন