২০ ডিসেম্বর: আজকের ধাঁধা

 যুগান্তর ডেস্ক 
২০ ডিসেম্বর ২০১৯, ১০:১৪ এএম  |  অনলাইন সংস্করণ

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১) গাছে নাই, পাতায় নাই ফুলে আছে, ফলে আছে।

২) নয়া জামাই গোসল করে,

টুপি থাকে মাথার পরে।

একশ কলস পানি দাও
তবু শুকনা তার গাও।

৩) ফুল নাই ফল নাই পাতা তবু খায়! কী সেটা?

৪) ডাঁটে বাবু হাটে যায়

একশো একটা জামা গায়!
বলুনতো কে?

গতকালের ধাঁধাগুলোর উত্তর:

১) ‘কলের মধ্যে দিলে পা, ভাগ্যের লিখন হবে তা।’

উত্তর: কপাল

২) ‘কদমের ভাই সজন রায়,

একশ’ আটটা জামা গায়।

তবু তার সাধ মেটে না, আরও সে জামা চায়।’

উত্তর: কলাগাছ

৩) ‘কোন গাছে হয় না ফুল, তবু আছে গন্ধ।’

উত্তর: ব্ল্যাডব্যাংক

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন