২৫ ডিসেম্বর: আজকের ধাঁধা

 যুগান্তর ডেস্ক 
২৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৪ এএম  |  অনলাইন সংস্করণ

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১) বাজার থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে,
প্যান্ট খোলার পর চোখে পানি পড়ে।

 

২) যৌবনে যুবতী-বুড়োকালে লাল
নেংটা হয়ে বাজারে যায় জিভে আসে জল।


৩) একগাছে বহুফল গা কাঁটা কাঁটা
পাকলে ছাড়াও যদি হাতে লাগে আঠা

৪) উপরে চুনকাম করা ভিতরে লাল ঝোল
না বলতে পারলে তোমার মাথায় গন্ডগোল

গতকালের ধাঁধাগুলোর উত্তর:

১) গাছে নাই, পাতায় নাই ফুলে আছে, ফলে আছে।

উত্তর: ল বর্ণ

২) নয়া জামাই গোসল করে,

টুপি থাকে মাথার পরে।

একশ কলস পানি দাও তবু শুকনা তার গাও।

উত্তর: কচু গাছ

৩) ফুল নাই ফল নাই পাতা তবু খায়! কী সেটা?

উত্তর: পান

৪) ডাঁটে বাবু হাটে যায়

একশো একটা জামা গায়! বলুনতো কে?

উত্তর: কলার থোড়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন