২৭ ডিসেম্বর: আজকের ধাঁধা

 যুগান্তর ডেস্ক 
২৭ ডিসেম্বর ২০১৯, ১০:১৪ এএম  |  অনলাইন সংস্করণ

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১) আশি টাকায় খাসি, নব্বই টাকার বই
এক পিঠ দেখা যায়, আর এক পিঠ কই?

২) আখেরি দুসমনের আপশ
ভিতরে চামড়া উপরে গোস।

৩) তেল চুকচুক পাতা, ফলের উপর কাঁটা
পাকলে হয় মধুর মত, বিচি গোটা গোটা।

৪) আগায় ঝুনঝুনি গোড়ায় মৌ
যে না কতি পারে সে মুচির বৌ

গতকালের ধাঁধাগুলোর উত্তর:

১) পেট কেটে দিলে পড়ে সব লোকে খায়, না কাটলে সব প্রজার রাজাকে দিতে হয়।

উত্তর: খাজনা

২) বাকলে আনে দড়ি পাতায় তরকারী
খড়িতে লাকড়ীর যোগান এটা খুব দরকারী

উত্তর: পাট গাছ

৩) ঘেউ-ঘেউ করনা পাহাড়া দেয় বাড়ি
ভাত জল খায় না তবু দেহ শীতল ভারী

উত্তর: তালা

 

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন