২৮ ডিসেম্বর: আজকের ধাঁধা

 যুগান্তর ডেস্ক 
২৮ ডিসেম্বর ২০১৯, ১০:২৯ এএম  |  অনলাইন সংস্করণ

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১. ‘উল্টো সোজা একই কথা,
     প্রাণি যেথা সেও তথা।
     তিন অক্ষরে সবটা,
     বল দেখি উত্তরটা।’

২. ‘উপরে তিতা ভিতরে মিঠা,
     লেবুর দলে বাস।
     এই কথাটি বলতে গেলে
     লাগে তিন মাস।’

৩. ‘আশি টাকার খাসি,
     নব্বই টাকার পোস্ত।
     এক পিঠ দেখা যায়,
     আর পিঠ কই দোস্ত?’

৪. ‘একটা ছোট ঘরে,
     অনেক মাথা ধরে।’

গতকালের ধাঁধাগুলোর উত্তর:

১) আশি টাকায় খাসি, নব্বই টাকার বই এক পিঠ দেখা যায়, আর এক পিঠ কই?

উত্তর: আকাশ

২) আখেরি দুসমনের আপশ
ভিতরে চামড়া উপরে গোস।

উত্তর: গিলা

৩) তেল চুকচুক পাতা, ফলের উপর কাঁটা পাকলে হয় মধুর মত, বিচি গোটা গোটা।

উত্তর: কাঁঠাল

৪) আগায় ঝুনঝুনি গোড়ায় মৌ যে না কতি পারে সে মুচির বৌ

উত্তর: আখগাছ

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন