৩০ ডিসেম্বর: আজকের ধাঁধা

 যুগান্তর ডেস্ক 
৩০ ডিসেম্বর ২০১৯, ১০:০৮ এএম  |  অনলাইন সংস্করণ

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১) ‘একই দামের শাড়ি,

পরে দুইটি মেয়ে।

শাড়ি দু’টির দাম কতো?
সম্পর্কটা জানা চাই।’

২) ‘এক গাছে তিন তরকারি, বলতে পারে কোন ব্যাপারি?’

৩) ‘এক ঘরে এক থাম, বল কি তার নাম?’

৪) ‘এক শালিকের দুই মাথা,

শালিক গেল নিতে গোলপাতা।

গেল শালিক পানিতে ভেসে,
মাঝি ভাই উঠলো হেসে।’

গতকালের ধাঁধাগুলোর উত্তর:

১) তোর দেশেতে সূর্য ওঠে

সকাল বেলা ভোর বেলাতে

বলতো দেহি কোন দেশেতে

সূর্য ওঠে মাঝ রাতেতে।

উত্তর: নরওয়ে

২) রাঙ্গা বিবি জামা গায়,

কাটিলে বিবি দুই খান হয়।

উত্তর: মশুরের ডাল

৩) অন্ধ নদী পিছল পথ

হয়না দিন, সদা রাত,

নদীর জন্য সোবেশাম,

পায়ে পড়ে মাথার ঘাম।

উত্তর: পেট

৪) রাত্রিকালে আঁধারেতে যার যার ঘরে,

তার বাড়িতে সকল লোকে কান্নাকাটি করে।

উত্তর: চোর

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন