১ জানুয়ারি: আজকের ধাঁধা

 যুগান্তর ডেস্ক 
০১ জানুয়ারি ২০২০, ০৭:৪৩ এএম  |  অনলাইন সংস্করণ

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১) ‘বলতে পারো নাকি,

কার লেজ কেটে দিলে

প্রথম ব্যঞ্জন বর্ণ থাকে?’

২) ‘মুখ দিয়ে খায়, পেট দিয়ে ফেলে।

৩) ‘রয় না আকাশে,

যাবে না চোখেও।

বাগানে চেয়ে দেখ,

তবুও সে হাসে।’

৪) ‘রাস্তাঘাটে অনিচ্ছায়

সদাই করি ভক্ষণ,

বড়োর চেয়ে ছোটরাই

খায় বেশি সারাক্ষণ।’

গতকালের ধাঁধাগুলোর উত্তর:

১) ‘একই দামের শাড়ি,

পরে দুইটি মেয়ে।

শাড়ি দু’টির দাম কতো?
সম্পর্কটা জানা চাই।’

উত্তর: দুই সতীন

২) ‘এক গাছে তিন তরকারি, বলতে পারে কোন ব্যাপারি?’

উত্তর: কলাগাছ

৩) ‘এক ঘরে এক থাম, বল কি তার নাম?’

উত্তর: ছাতা

৪) ‘এক শালিকের দুই মাথা,

শালিক গেল নিতে গোলপাতা।

গেল শালিক পানিতে ভেসে, মাঝি ভাই উঠলো হেসে।’

উত্তর: নৌকা

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন