৫ জানুয়ারি: আজকের ধাঁধা

 যুগান্তর ডেস্ক 
০৫ জানুয়ারি ২০২০, ০৯:৪৯ এএম  |  অনলাইন সংস্করণ

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১. ‘নয়া জামাই গোসল করে,

টুপি থাকে মাথার পরে।

একশ’ কলস পানি দাও,

তবু শুকনা তার গাও।’
- কে সে?

২. ‘রামের বামেতে বসি নই আমি সীতা,

উড়িষ্যা নগরে মোর আছে এক মিতা।’
- কি তার পরিচয়?

৩. ‘অচল দৈত্য সচল হয়,

গর্জন শুনে লাগে ভয়।

গ্রাস করে বহু থাল,

হজম হয় না কোনো কাল।’
- বলুন তো কী?

৪. ‘অন্ধ বাগান,

বন্ধা গাছ।

ফুল ফোটে কিন্তু

বারো মাস।’
- বলুন তো কী?

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন