১৬ জানুয়ারি: আজকের ধাঁধা

 যুগান্তর ডেস্ক 
১৬ জানুয়ারি ২০২০, ০৯:৫৮ এএম  |  অনলাইন সংস্করণ

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১. ‘এমন একটা জিনিস আছে
     সকল লোকে খায়,
     ছোটরা ওসব খেলে পরে
     মায়ের কাছে যায়।’

২. ‘এত্তরি বাস তেত্তরি বাস,
     ভালকা বাঁশের গোড়া।
     সারারাত মিটিমিটি জ্বলে,
     উড়ে চলা এক ঘোড়া।’

৩. ‘এবা জাদু পেলেন বাটা,
     নেই কো তাতে ছন্দ।
     শেষ বিচারে জবাব মিলে,
     এমন মজার ছন্দ।’

৪. ‘এপার ঝাটি
     ওপার ঝাটি।
     ঝাটিতে করে
     পিটাপিটি।’

গতদিনের ধাঁধাগুলোর উত্তর -

১. ‘ছোট্ট একটা ঘরের

মধ্যে সাতটা বাড়ি,

যে না বলতে পারে

তার সঙ্গে আড়ি।’

উত্তর: চালতা

২. ‘একটা গরুর পাছ পাছ লেজুর, পাঁচটা গরুর কয়টি লেজুর?’

উত্তর: পাঁচটি

৩. ‘একটা মাথা তিনটা পা,

চললে বলি আগে আগে।

থামলে বলি হায় হায়, প্রাণটা বুঝি রাখা দায়।’

উত্তর: সিলিং ফ্যান

৪. ‘একটা ছোট ঘরে, অনেক মাথা ধরে।’

উত্তর: দেশলাই

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন