স্পেনে বৃহত্তর কুমিল্লা সমিতির অভিষেক

 সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে 
১৬ নভেম্বর ২০২২, ০৩:০৯ এএম  |  অনলাইন সংস্করণ

জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো বৃহত্তর কুমিল্লা সমিতির মাদ্রিদের নবনির্বাচিত কমিটির অভিষেক।

১৩ নভেম্বর মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকায় অ্যাসোসিয়েশনের হলরুমে নবনির্বাচিত কমিটির সভাপতি নুর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দীন রাজী এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসেম মেম্বারের যৌথ পরিচালনায় শুরুতেই কুরআন তিলাওয়াত করেন সমিতির উপদেষ্টা শিপন আহমদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সুরুজ্জামান মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান আব্দুর রউফ মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চিত্রশিল্পী মনিরুল ইসলাম, দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর দীন মোহাম্মদ ইমাদুল হক, কাউন্সিলর লেবার উইং মোহতাসিমুল ইসলাম, বায়তুল মোকাররম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, বর্তমান সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার।

কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- আবুল কালাম সেলিম, জাকির হোসেন, দুলাল সাফা, আলামিন মিয়া, কামরুজ্জামান সুন্দর, মাহবুবুর রহমান ঝন্টু, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, এইচএম দবির তালুকদার, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির, সাধারণ সম্পাদক সেলিম আলম, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচএম মাসুদুর রহমান, জাহিদুর রহমান দিদার, কাজী জসিম, বিল্লাল হোসেন শাকিল, শহিদুল ইসলাম, সাইফুল মুন্সি ইকবাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, আবু জাফর রাসেল প্রমুখ।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন