তোমাকে আমার মনে পড়েছে

 রহমান মৃধা, সুইডেন থেকে 
১৯ নভেম্বর ২০২২, ০৬:৪০ এএম  |  অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ভিজে আমি খেলেছি, 
সন্ধ্যাকালে বাড়ি ফিরেছি,
বকা আমি খেয়েছি কম নয়,
সব কথা মনে পড়েছে।

স্কুলে দেখেছি তোমারে,
সারাদিন ভালো লেগেছে,
বিকেলে যখন বাড়ি ফিরেছি,
স্বপ্নে কত কিছু ভেবেছি।

এই তো সেদিন সেই সকাল বেলা,
এসেছিলে তুমি মোর আঙিনায়,
মিষ্টি মধুর হাসিটা দিয়ে,
করেছিলে মনটি বিনিময়।

দেখা হয়েছিল সেই সকালে,
আসবে বলেছিলে বিকেলে,
সেই বিকেলে তুমি আর এলে না।
তারপর কি হলো জানি না,
সে কথাও মনে পড়েছে।

মেমোরি হয়ে রয়েছে,
ছোটবেলার সব স্মৃতিগুলো,
ভাবছি বসে তার কি হলো,
সেদিনের সেই স্মৃতিগুলো!

হয়তো দেখা আর হবে না
মনের কথা কেউ কবে না, 
যতটুকু সময় সেদিন ছিলো,
ভালোবাসা বিনিময় হয়েছিলো।

সে কথা ভোলা যাবে না,
তুমি মোরে আর পাবে না।
হৃদয়ের ভালোবাসা মুছে যাবে না।

ফিরে তো পাবো না সেই দিনগুলো,
ভাবনায় রয়েছে জমা তাই,
দেখছি একা বসে সবটাই,
ফিরে যেতে চায় মন সেখানে, 
থাকো না তুমি আজ যেখানে।

যে কথা বলা হয়নি তোমায়, 
মনে পড়েছে সে কথা আজ তাই।
কত যে ভালো আমি বেসেছি।
তাই তুমি আছো মোর ভাবনায়।
কতদিন দেখিনি তোমায়, 
তোমার কথা আজ মনে হয়, 
ভাবছি বসে আজ একা তাই,
কখন দেখিবো তোমায়।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন