কুয়েতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
কুয়েতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় কুয়েতের সুবহান সেনাবাহিনীর বিএমসি সদর দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুয়েত সশস্ত্র বাহিনী প্রধানের পক্ষে এসিস্ট্যান্ট চিফ অব স্টাফ (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানপাওয়ার ডিপার্টমেন্ট) মেজর জেনারেল ড. খালেদ আলী কান্দারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় কুয়েত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাশে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং কুয়েতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাজুল ইসলাম ঠাকুর স্বাগত বক্তব্য দেন।
এরপর কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য এবং বাংলাদেশ ও কুয়েতের মধ্যে গৌরবময় বন্ধুত্বপূর্ণ ইতিহাসের ওপর গুরুত্বরোপ করে বক্তব্য দেন।
দিবসটি উপলক্ষ্যে বিএমসির সদস্যদের মনোমুগ্ধকর ব্যান্ড প্রদর্শনী, মনোজ্ঞ শরীর চর্চা ও কুচকাওয়াজ অতিথিদের মুগ্ধ করে। এছাড়া দিনটিকে স্মরণীয় করে রাখতে বিএমসি ম্যাগাজিন-২০২২ এর মোড়ক উন্মোচন করা হয়।
কুয়েতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
সাদেক রিপন, কুয়েত থেকে
২৩ নভেম্বর ২০২২, ০৬:৫২:৩২ | অনলাইন সংস্করণ
কুয়েতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় কুয়েতের সুবহান সেনাবাহিনীর বিএমসি সদর দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুয়েত সশস্ত্র বাহিনী প্রধানের পক্ষে এসিস্ট্যান্ট চিফ অব স্টাফ (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানপাওয়ার ডিপার্টমেন্ট) মেজর জেনারেল ড. খালেদ আলী কান্দারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় কুয়েত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাশে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং কুয়েতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাজুল ইসলাম ঠাকুর স্বাগত বক্তব্য দেন।
এরপর কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য এবং বাংলাদেশ ও কুয়েতের মধ্যে গৌরবময় বন্ধুত্বপূর্ণ ইতিহাসের ওপর গুরুত্বরোপ করে বক্তব্য দেন।
দিবসটি উপলক্ষ্যে বিএমসির সদস্যদের মনোমুগ্ধকর ব্যান্ড প্রদর্শনী, মনোজ্ঞ শরীর চর্চা ও কুচকাওয়াজ অতিথিদের মুগ্ধ করে। এছাড়া দিনটিকে স্মরণীয় করে রাখতে বিএমসি ম্যাগাজিন-২০২২ এর মোড়ক উন্মোচন করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023