৬ মুসল্লিকে গুলির ঘটনায় কঠোর আইনের দাবি কানাডায়

 অনলাইন ডেস্ক 
২১ অক্টোবর ২০২২, ০৩:১১ পিএম  |  অনলাইন সংস্করণ

কানাডায় বন্দুক আইন কঠোর দাবিতে এমপিদের কাছে জানিয়েছেন কুইবেক মসজিদের প্রতিষ্ঠাতা।

বৌফেলজা বেনাবদাল্লাহ বৃহস্পতিবার এমপিদের কাছে এ আহ্বান জানান। খবর আনাদোলুর।
 
২০১৭ সালে কুইবেক সিটি মসজিদের ছয় মুসল্লিকে ইসলামবিদ্বেষী সন্ত্রাসীরা নামাজের মধ্যে গুলি করে হত্যা করে।

দেশটির পার্লামেন্টে সেমি-অটোমেটিক বন্দুক গুলির ঘটনায় দেশটির পার্লামেন্টে সি-২১ নামে একটি বিল উত্থাপন করেন এমপিরা।

ওই আইনটি আরও কঠিন করে হাতে বহনযোগ্য সব ধরনের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের দাবি জানান মসজিদের ওই প্রতিষ্ঠাতা।

তিনি এমপিদের উদ্দেশ্যে বলেন, আমরা যুদ্ধের অস্ত্র কারও হাতে দেখতে চাই না।  

উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ জানুয়ারি আলেকজ্যান্ডার বিসনেট নামে এক ইসলামবিদ্বেষী শ্বেতাঙ্গ সন্ত্রাসী কুইবেক ইসলামিক কালচারাল সেন্টার মসজিদে নাইন এমএম সেমি অটোম্যাটিক রাইফেল নিয়ে মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে।

দুই মিনিটের তাণ্ডবে ছয় মুসল্লি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও ১৯ মুসল্লি।

২০২০ সালে দেশটির প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো দেড় হাজার ধরনের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন