বইমেলায় খোকন কুমার রায়ের ‘গীতিকাব্য’

 যুগান্তর প্রতিবেদন 
০২ মার্চ ২০২২, ০১:৫৬ পিএম  |  অনলাইন সংস্করণ

এবারের অমর একুশে বইমেলায় এসেছে কবি, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজকর্মী খোকন কুমার রায়ের ‘গীতিকাব্য’।

এটি তার প্রথম কাব্যগ্রন্থ। এবারের বইমেলায় কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে সুখবর প্রকাশ। পাওয়া যাচ্ছে ‘সপ্তর্ষি’র স্টলে (স্টল নম্বর ১৩, সোহরাওয়ার্দী উদ্যান)।

অনেক দিন ধরেই লেখালেখি, বিশেষ করে কবিতা লিখে আসছেন খোকন কুমার রায়। তার কবিতাগুলোর বড় বৈশিষ্ট্য হলো— ছন্দ মিলের কারণ। এগুলো গান হিসেবেও গাওয়া যায়।

এরই মধ্যে অনেক কবিতা গান হিসেবে গাওয়া হয়েছে, যা একটি পরিপূর্ণ অ্যালবাম হিসেবে আসছে শিগগিরই। গানগুলোতে সুর ও কণ্ঠ দিয়েছেন দেশের সেরা শিল্পীরা। খোকন কুমার রায়ের কবিতাকে তাই গীতিকবিতা বলা যায়।

সরকারের নিবন্ধনপ্রাপ্ত নিউজ পোর্টাল ‘সুখবর ডটকম’ এর সম্পাদক ও প্রকাশক খোকন কুমার রায় সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে চলেছেন।

গীতিকবি খোকন কুমার রায়ের জন্ম ১৯৮০ সালের ২৫ আগস্ট ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে। তার বাবা অবনী মোহন রায় ও মাতা মিলন রানী রায়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন