বিসিএসের ফল ঘোষণা হতে পারে বিকালে

 যুগান্তর প্রতিবেদন 
২০ জানুয়ারি ২০২২, ০১:১৯ পিএম  |  অনলাইন সংস্করণ

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা হতে পারে আজ। বিকালেই চার লক্ষাধিক পরীক্ষার্থীর ফলের প্রতীক্ষা শেষ হতে পারে।  বাংলাদেশ কর্ম কমিশন (বিপিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই সূত্রটি বলছে, বিকালে ফল ঘোষণার জন্য পিএসসির সংশ্লিষ্ট বিভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে।  এ জন্য প্রায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

আজ ফল ঘোষণার জন্য গত কয়েক দিন ধরে কাজ করে যাচ্ছে পিএসসির সংশ্লিষ্ট বিভাগ। কমিশনের সভায় ফল প্রকাশের চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

এবার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন