ছেলের সঙ্গে ঈদ উদযাপন হলো না হাওয়া বেগমের

 যুগান্তর প্রতিবেদন 
০৯ জুলাই ২০২২, ১১:৫৮ পিএম  |  অনলাইন সংস্করণ

ঈদ উদযাপনের উদ্দেশ্যে ছেলের বাসায় যাচ্ছিলেন ৬০ বছরের নারী হাওয়া বেগম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ঈদ আর উদযাপন হলো না তার। পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এ বৃদ্ধা।

রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন হাওয়া বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর কুরার ঘাট এলাকায় বিকাল ৫টায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতের ছেলে আলমগীর জানান, শনিবার বিকালে বোনের বাসা থেকে আমার (ছেলে) বাসায় যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় গুরুতর আহত হয়। সেখানে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে রাত ৮টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ি। 

তারা  জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে । 

নিহত হাওয়া বেগম মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী গোনাইশাহ গ্রামের আব্দুস সালাম এর স্ত্রী। কামরাঙ্গীচর কুড়ার ঘাট মেয়ে সাথে থাকতেন তিনি। ছেলে আলমগীরের সাথে থাকেন তার স্বামী। দুই বাসাই যাতায়াত ছিল মা হাওয়া বেগমের। তিন ছেলে তিন মেয়ের জননী ছিলেন নিহত হাওয়া বেগম। 
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন