এক জঙ্গির জামিন প্রত্যাহার করলেন হাইকোর্ট

 যুগান্তর প্রতিবেদন 
২২ নভেম্বর ২০২২, ০৮:৪৩ পিএম  |  অনলাইন সংস্করণ

ময়মনসিংহ থেকে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে দেওয়া জামিন প্রত্যাহার করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি এমরান আহমদ ভূঁইয়া।  রোববার শোয়াইব আহম্মদ নামের এক জঙ্গিকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ জামিনাদেশের বিরুদ্ধে আপিল করার জন্য নোট দেওয়া হয়েছিল। 

এর মধ্যে আজ আবার জামিন আবেদনটি কার্যতালিকায় আসার পর রোববারের দেওয়া জামিনাদেশ প্রত্যাহার করেন হাইকোর্ট।

গত বছরের ২৮ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালি থানায় এ মামলা করেন র‌্যাব-৩ এর নায়েব সুবেদার (ডিএডি) মো. ফিরোজ খান।

মামলার এজাহারে বলা হয়, তথ্য-প্রযুক্তির ভিত্তিতে জানা যায় কোতোয়ালি মডেল থানাধীন বয়ড়া গ্রামের মো. শোয়াইব আহম্মদের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে সকাল  সাত টার সময় শোয়াইব আহম্মদ ও হুজাইফা আহমেদকে আটক করা হয়।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন